World Population (ভূগোল)

পৃথিবীর জনসংখ্যা [ World Population)

geography class

প্রঃ»  জলবায়ু জনসংখ্যার ঘনত্বকে কিভাবে প্রভাবিত করে?

উত্তরঃ জনবসতির ঘনত্বের তারতম্যের প্রধান কারণগুলির মধ্যে জলবায়ু অন্যতম ।
জলবায়ুর উপর কষিকাজ, পশুপালন, শিল্প কলকারখানা, পরিবহন ব্যবস্থা,
মানুষের শারীরিক অবস্থা ও কর্মদক্ষতা নির্ভর করে। ফলে পৃথিবীর বিভিন্ন
জলবায়ু অঞ্চলগুলির মধ্যে নাতিশীতোষ্ণ ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে
জনবসতির ঘনত্ব বেশি দেখা যায় । অন্যদিকে নিরক্ষীয় ও তুন্দ্রা জলবায়ুতে
কম জনবসতি লক্ষ্য করা যায়।

geography class 


প্রঃ»  জনবসতির ঘনত্বের ক্ষেত্রে ভূমিরূপের প্রভাব কতখানি?

উত্তরঃ জনবসতির ঘনত্বের তারতম্যের অন্যতম কারণ হল ভূমিরূপ । সমভূমি
অঞ্চলে কৃষি, শিল্প, পরিবহন, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির সুবিধা থাকায়
জনবসতি অধিক লক্ষ্য করা যায়। অন্যদিকে পার্বত্য ও মালভূমি অঞ্চলে
এবং মরুভূমিতে ঐ সব সুবিধা না থাকায় জনবসতি বিরল প্রকৃতির হয়।
যেমন - গাঙ্গেয় সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব বেশি কিন্তু হিমালয় পার্বত্য
ও থর মরু অঞ্চলে জনবসতির ঘনত্ব কম।

প্রঃ» জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা কে? এই তত্ত্বে বৈশিষ্ট্যগুলি কি কি?

উত্তরঃ ওয়ারনার থম্পসন (Warner Thompson) ১৯২৯ খ্রীঃ তাঁর জনবিবর্তন
তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বে চারটি পর্যায়ের কথা বলা হয়েছে ।
প্রথম পর্যায় : উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যু হার (জাম্বিয়া, গ্যাবন)
দ্বিতীয় পর্যায় : উচ্চ জন্মহার ও মৃত্যুহার নিম্নমুখী (চীন, ভারত)
তৃতীয় পর্যায়  :জন্মহার ও মৃত্যু নিম্নমুখী (জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র)
চতুর্থ পর্যায় : মৃত্যুহারের তুলনায় কম জন্মহার (ডেনমার্ক, সুইডেন)

প্রঃ» শিক্ষা জনসংখ্যার উপর কিভাবে প্রভাব বিস্তার করে?

উত্তরঃ শিক্ষা পরিবেশ সীমিতকরণে উৎসাহিত করে । শিক্ষা পেশাগত উৎকর্ষসাধন
করে বিভিন্ন ধরনের জীবিকার সুযোগ এনে দেয়। জীবনযাত্রার মানের
উন্নতি ঘটাতে শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশি। মানুষের মধ্যে
আত্মসম্মানবোধ জাগ্রত করে এবং নারীরা সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার
সম্পর্কে সচেতন হয়। শিক্ষা পরিবার নিয়ন্ত্রণে সাহায্য করে। শিক্ষার
অভাবে জনসংখ্যার ঘনত্ব বেশি হয় ।

geography class 

প্রঃ» দক্ষিণ-পূর্ব এশিয়া নিবিড় জনবসতি অঞ্চল হওয়ার কারণ কি?

উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি নদী মাতৃক ও মৌসুমী জলবায়ুর প্রভাবে
প্রচুর বৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে ফসল উৎপন্ন হয় । তাছাড়া উর্বর মৃত্তিকা,
উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও ব্যবসার উন্নতি প্রভৃতি কারণে এই
অঞ্চলে নিবিড় জনবসতি হয়েছে।

প্রঃ» নিবিড় বসতিযুক্ত অঞ্চলগুলি উল্লেখ কর।

উত্তরঃ পৃথিবীর নিবিড় বসতিযুক্ত অঞ্চলগুলি হল - ১) দক্ষিণ-পূর্ব এশিয়ার
দেশসমূহ (চীন, ভারত, বাংলাদেশ, জাপান প্রভৃতি)। ২) পশ্চিম ও মধ্য
ইউরোপের দেশসমূহ। ৩) রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ৪) আমেরিকা
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ। ৫) নীলনদের উপত্যকা অঞ্চল ।

geography class 

প্রঃ» উন্নয়নশীল দেশের জনসংখ্যা গঠনের বৈশিষ্ট্যগুলি কি কি?

উত্তরঃ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির (চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া,
মালয়েশিয়া প্রভৃতি) জনসংখ্যা গঠনের বৈশিষ্ট্যগুলি হল – ১) উচ্চ জন্মহার,
২) শিশু মৃত্যুহার বেশি, ৩) অনুপ্রবেশ বেশি, ৪) পরনির্ভর জনসংখ্যা
বেশি, ৫) অশিক্ষিত জনসংখ্যার পরিমাণ বেশি।

প্রঃ» উন্নয়নশীল দেশগুলিতে অপুষ্টি ও ক্ষীণ স্বাস্থ্যের কারণ কি?

উত্তরঃ উন্নতিশীল দেশগুলিতে অ-পুষ্টি ও ক্ষীণ স্বাস্থ্যের কারণগুলি হল -
১) অধিকাংশ পরিবারে সুষম খাদ্যের একান্ত অভাব ৷
২) রোগ প্রতিকার ও উন্নত চিকিৎসার অভাব ।
৩) বাসস্থানের অস্বাস্থ্যকর পরিবেশ।
৪) বিশুদ্ধ পানীয় জলের অভাব।
৫) শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে সামাজিক সচেতনার অভাব ও বেসরকারী
পৃষ্ঠপোষকতার অভাব ।

geography class 

প্রঃ» উন্নয়নশীল দেশে নারীর সংখ্যা পুরুষের থেকে কম কেন?

উত্তরঃ উন্নয়নশীল ও অনগ্রসর দেশগুলিতে বেশির ভাগ নারী শিশু অবহেলায়,
অযত্নে ও প্রাপ্ত বয়স্কা নারীরা অপুষ্টি ও সুচিকিৎসার অভাবে মারা যায়।
এইজন্য ঐ সবদেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কম। কিন্তু উন্নত
দেশগুলিতে এই সমস্যা না থাকায় নারী ও পুরুষের ব্যবধান তেমনভাবে
লক্ষ্য করা যায় না।

geography

geography class 

father of geography

indian geography

what is geography

geography class 

Previous Post Next Post