WB class 6 Poribesh o biggyan
WB class 6 Poribesh o biggyan
Class- vii (Science)
1 প্রদত্ত কোন্টি অচৌম্বক
পদার্থ ? – (a) নিকেল, (b) ক্রোমিয়াম, (c) কোবাল্ট, (d) কাঠ।
2 স্বপ্রভ বস্তুটি হল
– (a) ইট, (b) কাঠ, (c) সূর্য,
(d) পাথর।
3 পরিবেশবান্ধব শক্তি হল – (a) প্রাকৃতিক গ্যাস,
(b) খনিজ তেল, (c) বায়ুশক্তি,
(d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
4 বাল্বের ফিলামেন্ট কোন
ধাতু দিয়ে তৈরি হয়? – (a) তামা, (b) নিক্সে, (c) টাংস্টেন, (d) লোহা।
5 একটি অস্বচ্ছ মাধ্যম
হল – (a) কাঠ, (b) জল, (c) ঘষা
কাচ, (d) বায়ু।
6 মূলের ডগায় টুপির মতো
অংশকে বলে – (a) মূলত্র,
(b) মূলরোম, (c) স্থায়ী অঞ্চল, (d) বর্ধনশীল অঞ্চল।
7 আলোর প্রতিফলনে আপতন
কোণের মান 60° হলে প্রতিফলন কোণের মান হবে – (a) 30°,
(b) 60°,
(c) 90°, (d) 0° |
8 সুচিছিদ্র ক্যামেরায়
বস্তুর – (a) ছায়া, (b) প্রতিচ্ছবি,
(c) উপচ্ছায়া, (d) প্রতিফলন দেখা যায়।
9 চুম্বকের ক্ষেত্রে কোন্টি
সঠিক নয়? –(a) দিক নির্দেশক ধৰ্ম, (b) আবেশী ধর্ম, (c) সমমেরুর পারস্পরিক আকর্ষণ, (d) চুম্বকের একক
মেরুর অস্তিত্ব নেই।
10 বাল্বের ফিলামেন্ট
তৈরি হয় – (a) টাংস্টেন দিয়ে,
(b) নাইক্রোম দিয়ে, (c) তামা দিয়ে, (d) সোনা দিয়ে।
11 কোন্টি জীবাশ্ম জ্বালানি
নয়? – (a) জৈব গ্যাস,
(b) প্রাকৃতিক গ্যাস, (c) কয়লা, (d) কেরোসিন।
12 কোন্টি অঙ্কুরোদগমের
শর্ত নয় ? – (a) মৃত্তিকা, (b) উষ্ণতা, (c) আলো, (d) বৃষ্টিপাত।
13 'AMBULANCE' শব্দটিতে যে-কটি অক্ষরের পার্শ্ব পরিবর্তন
ঘটবে তা হল – (a) 9, (b) 6, (c)
5, (d) 10
14 টর্চের বাল্ব থেকে নির্গত
আলোকরশ্মিগুচ্ছ হল – (a) সমান্তরাল, (b) অপসারী, (c) অভিসারী, (d) কোনোটিই নয়।
15 ইলেকট্রিক কলিং বেল-এ
ব্যবহার করা হয় – (a) সুচি চুম্বক, (b) দণ্ডচুম্বক, (c) তড়িৎচুম্বক, (d) স্থায়ী চুম্বক।
16 বাড়ির তড়িৎ সরঞ্জাম
নিরাপদে রাখার জন্য ব্যবহার করা হয়। (a) মিটার, (b) ফিলামেন্ট, (c) ফিউজ, (d) সুইচ।
17 শন্তির আদিম উৎস হল
– (a) সূর্য, (b) কয়লা,
(c) খনিজ তেল, (d) পারমাণবিক শক্তি।
18 মূলে খাদ্য সঞ্চয় করে
রাখে – (a) আলু, (b) পেঁয়াজ, (c)
গাজর, (d) ওল।
19 আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো – (a) প্রতিফলনের,
(b) বিচ্ছুরণের, (c)
প্রতিসরণের, (d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র।
20 কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই
জায়গাটা হল – (a) পর্ব,
(b) কক্ষ, (c) পর্বমধ্য, (d) বিটপ।
21) নীচের কোন্টি পরিবেশবান্ধব
শক্তি নয়?
(a) সৌরশক্তি, (b) মাটির
নীচে তাপশক্তি, (c) জৈবশক্তি, (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
22 মেরুজ্যোতির কারণ
–(a) পরিবেশের দূষণ, (b) পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, (c) যে কারণে বজ্রপাত হয়, (d) একটি বিরাট চুম্বক – তার প্রভাব।
23 তড়িৎপ্রবাহের তাপীয়
ফলের ব্যাবহারিক প্রয়োগের উদাহরণ হল –
(a) বৈদ্যুতিক ঘণ্টা,
(b) হিটার, (c) LED,
(d) সৌর ক্যালকুলেটর।
24 চুম্বক আকর্ষণ করে না
– (a) লোহাকে, (b) নিকেলকে, (c)
তামাকে, (d) কোবাল্টকে।
25 তড়িতের সুপরিবাহী পদার্থটি
হল – (a) কাঠ, (b) লোহা,
(c) প্লাস্টিক, (d) লোম।
26 ইলেকট্রিক কলিংবেলে
ব্যবহৃত হয় – (a) দণ্ডচুম্বক, (b) তড়িৎচুম্বক, (c) সূচিচুম্বক, (d) চুম্বকশলাকা।
27 যে উদ্ভিদের গুচ্ছমুল
দেখা যায় তা হল – (a) আম, (b) মটর, (c) ধান, (d) সুন্দরী।
28 উদ্ভিদের সালোকসংশ্লেষের
সময় যে গ্যাসটি উৎপন্ন হয়, তা হল – (a) অক্সিজেন, (b) নাইট্রোজেন, (c) কার্বন ডাইঅক্সাইড,
(d) মিথেন।
29 গর্ভাশয়ের ভিতরে ডিম্বাকার
অংশটির নাম – (a) ডিম্বক,
(b) পরাগরেণু, (c) গর্ভদণ্ড, (d) গর্ভমুণ্ড।
30 পরিবেশবান্ধব শক্তি
হল – (a) সৌরশক্তি,
(b) কয়লা, (c) জৈব গ্যাস, (d) পেট্রোল।
31 'অরোরা’ দেখা যায়
– (a) পৃথিবীর কেন্দ্রে, (b) মেরু
অঞ্চলে, (c) নিরক্ষীয় অঞ্চলে, (d) 22° অক্ষাংশে।
32 একটি পরিবেশবান্ধব শক্তি
হল –
(a) বায়ুশক্তি, (b) পেট্রোলিয়ামজাত
শক্তি, (c) কয়লা থেকে প্রাপ্ত তাপবিদ্যুৎ, (d) জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি।
33 একটি 'স্বপ্রভ আলোক
উৎস' হল – (a) চাঁদ, (b) পাথর, (c) সূর্য, (d) চশমা।
34 কতগুলি আলোকরশ্মি একটি
বিন্দুতে মিলিত হলে তাকে –
(a) সমান্তরাল, (b) অভিসারী,
(c) অপসারী আলোকরশ্মিগুচ্ছ
বলে।
35 ইলেকট্রিক বাল্বের
ফিলামেন্ট তৈরি হয় – (a) তামা, (b) টাংস্টেন, (c) অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে।
36 বকখালিতে – (a) বায়ুশক্তি, (b) সৌরশক্তি,
(c) পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়।
37 গাছের শাখাগুলো কাণ্ডের (পর্ব / আকর্ষ/ মূলত্র) থেকে
বের হয়।
38 সমতল দর্পণে পার্শ্বীয়
পরিবর্তন দেখা যায় না – (a) B-অক্ষরের, (b) W-অক্ষরের, (c) P-অক্ষরের, (d) D-অক্ষরের।
39 প্রদত্ত কোন্টি অচৌম্বক
পদার্থ ? – (a) নিকেল, (b) ক্রোমিয়াম,
(c) কোবাল্ট, (d) লোহা।
40 ইলেকট্রিক কলিং বেলে
ব্যবহার করা হয় – (a) তড়িৎচুম্বক,
(b) সূচি চুম্বক, (c) দণ্ডচুম্বক, (d) শলাকা চুম্বক।
41 যেটি পরিবেশবান্ধব শক্তির
উৎস নয় সেটি হল – (a) সূর্য, (b) বায়ুপ্রবাহ, (c) জীবাশ্ম জ্বালানি, (d) জৈব গ্যাস।
42 মৃদভেদী অঙ্কুরোদ্গম
দেখা যায় – (a) কুমড়ো বীজে,
(b) মটর বীজে, (c) ছোলা বীজে, (d) আমের বীজে।
43 আলোকরশ্মি ঘন মাধ্যম
থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা – (a) বড়ো হয়, (b) ছোটো হয়,
(c) সমান হয়, (d) কোনোটিই নয়।
44 ফুলের যে অংশটি ফলে
পরিণত হয় সেটা হল – (a) বৃতি, (b) দলমণ্ডল, (c) পরাগধানী, (d) ডিম্বাশয়।
45 তড়িতের সুপরিবাহী হল
– (a) কাঠ, (b) রবার, (c) কাচ, (d) ধাতু।
46 সমতল আয়নার ওপর লম্বভাবে
কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতন কোণের মান হবে – (a) 90°, (b) 50°,
(c) 0°,
(d) 80°
47 চাঁদ একটি – (a) স্বপ্নভ বস্তু, (b) অপ্রভ বস্তু, (c) স্বচ্ছ বস্তু।
48 ইলেকট্রিক বাল্বের
ফিলামেন্ট তৈরি হয় – (a) নাইক্লোম তার, (b) টাংস্টেন ধাতু, (c) কাঠ দিয়ে।
49 আম একটি – (a) সরল, (b) গুচ্ছিত, (c) যৌগিক
ফল।
50 (a) কাঠ, (b) লোহা, (c) কাগজ – একটি চৌম্বক
পদার্থ।
51 সমুদ্রবক্ষে দিক নির্ণয়
করা হয় – (a) নৌ কম্পাস,
(b) কলিংবেল, (c) ব্যাটারি-এর সাহায্যে।
52 ঘষা কাচ একটি – (a)
স্বচ্ছ, (b) অস্বচ্ছ, (c) ঈষৎ
স্বচ্ছ মাধ্যম।
53 টর্চের সেলকে বলা হয়
– (a) প্রাইমারী সেল,
(b) সেকেন্ডারি সেল, (c) বোতাম সেল।
54 তড়িৎচুম্বকের চুম্বকত্বের
কারণ – (a) তড়িৎপ্রবাহ,
(b) বায়ুপ্রবাহ, (c) তাপপ্রবাহ।
55 একটি পরিবেশবান্ধব শক্তির
উৎস হল(a) কয়লা, (b) পেট্রোল, (c) সৌরশক্তি।
56 ফুলের যে অংশ ফলে পরিণত
হয়, সেটি হল – (a) বৃতি, (b) দলমণ্ডল, (c) ডিম্বাশয়।
57 প্রদত্ত কোন্ উদ্ভিদে
গুচ্ছমূল দেখা যায়? – (a) ভুট্টা,
(b) আম, (c) কাঁঠাল।
58 X-ray করতে ব্যবহৃত হয় – (a) বায়ুশক্তি, (b) বিদ্যুৎশক্তি, (c) সৌরশক্তি।
59 জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান – (a) হাইড্রোজেন,
(b) অক্সিজেন, (c) মিথেন,
(d) নাইট্রোজেন।
60 কোন প্রকার মূলে ভেলামেন
উপস্থিত থাকে? – (a) কণ্টক মূলে, (b) বায়বীয় মূলে, (c) আরোহী মূলে, (d) চোষক মূলে।
61 ছায়া পড়ার কারণ আলোর
– (a) বিচ্ছুরণ ধর্ম, (b) প্রতিফলন ধর্ম, (c) প্রতিসরণ ধর্ম, (d) সরলরেখায় চলার ধর্ম।
62 দণ্ডচুম্বকের আকর্ষণ
বল সবচেয়ে বেশি – (a) চুম্বকের মাঝখানে, (b) চুম্বকের একপ্রান্তে, (c) চুম্বকের দুই প্রান্তে,
(d) চুম্বকের সর্বত্র।
63 বাল্বের যে অংশ আলো
দেয় সেটি হল – (a) কাচ, (b)
ফিলামেন্ট, (c) তামার মোটা তার, (d) নিষ্ক্রিয় গ্যাস।
64 একটি অপ্রভ বস্তুর উদাহরণ
হল – (a) সূর্য, (b) ইট,
(c) জোনাকি।
65 ম্যাগনেটাইট হল –
(a) প্রাকৃতিক চুম্বক,
(b) কৃত্রিম চুম্বক, (c) চৌম্বক পদার্থ।
66 কাঠের টুলের ওপর দাঁড়িয়ে
ইলেকট্রিকের কাজ করা নিরাপদ কারণ, কাঠ তড়িতের –(a) সুপরিবাহী, (b) অন্তরক, (c) কুপরিবাহী।
67 পেট্রোলের বিকল্প জ্বালানিটি
হল – (a) কয়লা, (b) ডিজেল, (c)
ইথানল।
68 মূলের ডগায় টুপির মতো
অংশটি হল – (a) মূলরোম, (b) মূলত্র,
(c) উপপত্র।
69 আমের ফলত্বকের যে অংশটি
আমরা খাই, তা হল – (a) বহিঃত্বক, (b) মধ্যত্বক, (c) অন্তঃত্বক।
70 একটি স্বপ্রভ বস্তু
হল – (a) আয়না, (b) সূর্য,
(c) চাঁদ।
71 আপতন কোণ 30°
হলে আপতন কোণ প্রতিফলন কোণের সমষ্টি – (a) 60°, (b) 30°,
(c) 90° |
72 কোন্টি স্বপ্রভ বস্তু নয় ? – (a) জোনাকি,
(b) সূর্য, (c) চাঁদ,
(d) তারা।
73 আলোকরশ্মির আপতন কোণের
মান 60° হলে, প্রতিফলন কোণের মান হবে – (a) 60°,
(b) 30°, (c) 90°, (d) 0°
|
74 অচৌম্বক পদার্থ হল
– (a) লোহা, (b) রবার,
(c) নিকেল, (d) কোবাল্ট।
75 তড়িৎ-এর সুপরিবাহী
হল – (a) কাঠের স্কেল, (b) সুতির কাপড়, (c) কাগজের টুকরো, (d) চাবি।
76 কোন্টি জীবাশ্ম জ্বালানি
? – (a) পেট্রোলিয়াম,
(b) বায়ুশক্তি, (c) সৌরশক্তি, (d) জৈবশক্তি।
77 ফুলের গর্ভকেশরচক্রে
থাকে না – (a) গর্ভমুণ্ড, (b)
পরাগধানী, (c) গর্ভদণ্ড, (d) গর্ভাশয়।
78 সমতল আয়নার সঙ্গে লম্বভাবে
কোনো আলোকরশ্মি ওই দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
(a) 90°, (b) 0°,
(c) 180°, (d) 45°
79 তুমি আয়নার সামনে স্থিরভাবে
দাঁড়িয়ে আছো। তোমার কাছ থেকে ওই আয়নাকে 1m সরিয়ে নেওয়া হলে তোমার প্রতিবিম্ব তোমার
কাছ থেকে কত দূরে সরে যাবে? – (a) 1 m (b) 2m, (c) 3m, (d) 4m
80 প্রদত্ত কোন্টি বেমানান?
– (a) ইস্ত্রি, (b) বাল্ব, (c) হিটার, (d) ফিউজ তার।
81 একটি দণ্ডচুম্বকের দুটি
মেরু থাকে। তাহলে একটি তড়িৎচুম্বকের মেরু থাকবে – (a) 1টি, (b) 2টি, (c) 3 টি, (d) মেরু
থাকবে না।
82 কোন্ শক্তি পরিবর্তিত
হয়ে উদ্ভিদ ও প্রাণীর দেহে আবদ্ধ থাকে? – (a) তড়িৎশক্তি, (b) রাসায়নিক শক্তি, (c) সৌরশক্তি, (d) চৌম্বকশক্তি।
83 একটি অপ্রচলিত পরিবেশবান্ধব
শক্তির উৎস হল – (a) জৈব শক্তি,
(b) কয়লা, (c) ডিজেল, (d) রান্নার গ্যাস।
84 আমের বীজকে ঢেকে রাখে
– (a) বহিঃত্বক, (b) মধ্যত্বক, (c) অন্তঃত্বক, (d) ফলত্বক।
85 উদ্ভিদকে মাটির সঙ্গে
শক্ত করে আটকে রাখে - (a) মূলত্ৰ অঞ্চল, (b) বর্ধনশীল অঞ্চল, (c) মূলরোম অঞ্চল, (d) স্থায়ী
অঞ্চল।
86 LED থেকে নির্গত আলোর
রং হয় – (a) সবুজ, (b) হলুদ, (c) লাল, (d) সবগুলিই।
87 মটর বীজের পর্বসন্ধির
ওপরের অংশকে বলে – (a) বীজপত্রাবকাণ্ড, (b) বীজপত্রাধিকাণ্ড, (c) বীজপত্র, (d) কোনোটিই নয়।
88 গর্ভাশয়ের ভেতরে ছোটো
দানার মতো অংশগুলিকে বলে – (a) পরাগরেণু, (b) গর্ভদণ্ড, (c) গর্ভমুণ্ড, (d) ডিম্বক।
89 যদি কোশের মধ্যেকার
দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের চেয়ে বেশি হয়, তাহলে বাইরের দ্রবণটিকে কোশের তুলনায়
বলা হয় –(a) হাইপোটনিক,
(b) হাইপারটনিক, (c) আইসোটনিক, (d) আইসোটপিক।
90 একটি সমসত্ব মাধ্যম
হল – (a) কাচ, (b) অভ্র,
(c) কোয়ার্টজ, (d) কয়লা।
91 সুচিছিদ্র ক্যামেরার
ছিদ্র বড়ো হলে প্রতিকৃতি – (a)
অস্পষ্ট হবে, (b) স্পষ্ট হবে, (c) একই থাকবে, (d) গঠিত হবে না।
92 আবিষ্ট চুম্বক হয়
– (a) স্থায়ী, (b) অস্থায়ী, (c) দীর্ঘস্থায়ী, (d) ক্ষণস্থায়ী।
93 টর্চের সেলকে বলা হয়
– (a) প্রাইমারি সেল,
(b) সেকেন্ডারি সেল, (c) টারসিয়ারি সেল, (d) রিভারসিবল সেল।
94 উন্নয়নশীল দেশগুলির
প্রচলিত শক্তির ব্যবহারে শতকরা পরিমাণ – (a) 40, (b) 60, (c) 80, (d) 30
95 নিষেকের পর ডিম্বক যে
অংশে পরিণত হয় তা হল – (a) ফল, (b) বীজ, (c) সস্য, (d) ভ্রুণ।
96 সূচিছিদ্র ক্যামেরায়
বস্তুর – (a) ছায়া, (b) প্রতিচ্ছবি,
(c) উপচ্ছায়া, (d) প্রতিফলন দেখা যায়।
97 সবচেয়ে কম শক্তির আলো
হল – (a) X-রশ্মি, (b) দৃশ্যমান রশ্মি, (c) অতিবেগুনি রশ্মি, (d) অবলোহিত রশ্মি।
98 ধাতু তড়িতের – (a)
সুপরিবাহী, (b) কুপরিবাহী,
(c) অপরিবাহী, (d) অর্ধপরিবাহী।
99 তড়িৎচুম্বকে ব্যবহৃত
চুম্বকদণ্ডটি সাধারণত – (a) ইস্পাত, (b) কাঁচা লোহা, (c) টিন, (d) তামা দিয়ে তৈরি হয়।
100 টর্চ লাইটে ব্যবহৃত
হয় – (a) ভোল্টীয় কোশ, (b)
নির্জল কোশ, (c) সঞ্জয়ক কোশ, (d) লেকল্যান্স কোশ।
101 উপচ্ছায়া গঠিত হয়
– (a) আলোক উৎস বড়ো হলে, (b) আলোক উৎস ছোটো হলে, (c) যে-কোনো আলোক উৎসের জন্য,
102 প্রদত্ত কোন্টি অচৌম্বক
পদার্থ? – (a) নিকেল, (b) কোবাল্ট, (c) ক্রোমিয়াম, (d) লোহা।
103 রংধনু তৈরির কারণ,
আলোর – (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিক্ষেপণ, (d) বিচ্ছুরণ।
104 ফুলের যে অংশ ফলে পরিণত
হয় তা হল – (a) বৃতি, (b) দলমণ্ডল, (c) পরাগধানী, (d) ডিম্বাশয়।
105 চুম্বকে আকর্ষণের পূর্বে
যে ঘটনাটি ঘটে সেটি হল – (a) বিকর্ষণ,
(b) আকর্ষণ-বিকর্ষণ, (c) আবেশ।
106 ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় – (a) নাইক্লোম তার দিয়ে, (b) টাংস্টেন
তার দিয়ে, (c) তামার তার দিয়ে।
107 কোন্টি পরিবেশবান্ধব
শক্তি নয়? – (a) সৌরশক্তি, (b) মাটির নীচের তাপশক্তি, (c) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।
108 সূচিছিদ্র ক্যামেরায়
প্রতিকৃতি গঠিত হয় – (a) আলোর প্রতিফলন, (b) আলোর প্রতিসরণ, (c) আলোর সরলরেখায় চলার
ধর্মের জন্য।
109 সমতল আয়নার সঙ্গে
লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে – (a) 90°,
(b) 180°, (c) 45°; (d) 0° |
110 AMBULANCE' কথাটি অ্যাম্বুলেন্স
গাড়িতে কীভাবে লেখা থাকে? -
(a) ECNALUBMA, (b) HONJUMA,
(c) MAJUMA, (d) BD2AJUBWA
111 চুম্বকের জ্যামিতিক
দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত হল – (a) 1-এর কম, (b) 1-এর সমান, (c) 1-এর বেশি, (d) কোনোটিই
নয়।
112 একটি নির্জল কোশের
বিভবপ্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোশ লাগবে?
–(a) 9 টি, (b) 6 টি,
(c) 12 টি, (d) 13 টি।
113 পশ্চিমবঙ্গে বায়ুকল
দেখা যায় – (a) কাকদ্বীপে, (b) দিঘাতে, (c) সাগরদ্বীপে, (d) বকখালিতে।
114 আকাশের রংধনু আসলে
সূর্যের সাদা আলোর- (a) প্রতিফলনের, (b) বিচ্ছুরণের, (c) প্রতিসরণের,
115 কাণ্ডের যে জায়গা
থেকে শাখা বা পাতা বেরোয়, সেই জায়গাটি হল – (a) পর্ব, (b) কক্ষ, (c) পর্বমধ্য, (d) বিটপ।
116 নীচের কোন্টি পরিবেশবান্ধব
শক্তি নয়? -(a) সৌরশক্তি, (b) মাটির নীচের তাপশক্তি, (c) জৈবশক্তি, (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া
শক্তি।
117 মেরুজ্যোতির কারণ
– (a) পৃথিবীর পরিবেশের দুষণ, (b) পৃথিবীর পরিবেশের উয়তা বৃদ্ধি, (c) পৃথিবীতে যে
কারণে বজ্রপাত হয়,
(d) পৃথিবী একটি বিরাট চুম্বক—তার
প্রভাব।
118 যেটি জীবাশ্ম জ্বালানি
নয়, সেটি হল – (a) কয়লা, (b) পেট্রোল, (c) ডিজেল, (d) গোবর গ্যাস।
119 যেটি পরিবেশবান্ধব
শক্তির উৎস নয়, সেটি হল – (a) সূর্য, (b) বায়ুপ্রবাহ, (c) জীবাশ্ম জ্বালানি, (d) জৈব
গ্যাস।
120 ফুলের যে অংশটা ফলে
পরিণত হয় সেটা হল – (a) বৃতি, (b) দলমণ্ডল, (c) পরাগধানী, (d) ডিম্বাশয়।
121 কাণ্ডের যে জায়গা
থেকে শাখা বেরোয় সেই জায়গাটা হল – (a) পর্ব, (b) কক্ষ, (c) পর্বমধ্য, (d) পত্রমূল।
122 রূপান্তরিত মৃগত কাণ্ড
দেখা যায় যে গাছে সেটি হল – (a) বেল গাছ, (b) আম গাছ, (c) আলু গাছ, (d) নারিকেল গাছ।
123 উদ্ভিদের মুলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা
যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হল –(a) মূল অঞ্চল, (b) বর্ধনশীল অঞ্চল, (c) স্থায়ী অঞ্চল, (d) মূলরোম
অঞ্চল।
124 রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে
সেটি হল – (a) আলু, (b) কচুরিপানা,
(c) বেল, (d) কুমড়ো।
125 প্রদত্ত যেটি স্বপ্নভ
বস্তু, সেটি হল – (a) পেনসিল, (b) চাঁদ, (c) জ্বলন্ত বাল্ব, (d) কাগজ।
126 যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম,
সেটি হল – (a) ঘষা কাচ,
(b) কাচ, (c) জল, (d) রঙিন কাচ।
127 প্রদত্ত যেটি অপ্রভ
বস্তু, সেটি হল – (a) সূর্য, (b) জ্বলন্ত বাল্ব, (c) জ্বলন্ত কয়লা, (d) চাঁদ।
128 যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, সেটি
হল – (a) দেয়াল, (b) কাগজ; (c) কাপড়, (d) আয়না।
129 সমতল আয়নার প্রতিফলনের
ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না, তা হল – (a) R, (b) S, (c) O.