পৃথিবীর জনসংখ্যা ( মানব সম্পদ ,জনঘনত্ব , জনবিস্ফোরন , জনস্বল্পতা বা জনবিরলতা ইত্যাদি)

পৃথিবীর জনসংখ্যা ( মানব সম্পদ ,জনঘনত্ব  , জনবিস্ফোরন ,  জনস্বল্পতা বা জনবিরলতা ইত্যাদি) 

 প্রঃ স্থিতিশীল জনসংখ্যা (Stable Population) বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি(Zero Population Growth) কি ?

উত্তরঃ দীর্ঘদিন ধরে কোন দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না বা কমেও না, জনসংখ্যার সেই অপরিবর্তিত স্থিতাবস্থাকে জনসংখ্যার শূন্যবৃদ্ধি (Zero Population Growth) বা স্থিতিশীল জনসংখ্যা (Stable Population) বলে। ভারতের জনসংখ্যা নীতি ২০০০ অনুসারে ২০৪৫ সালে দেশের জনসংখ্যা স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারে।


সূত্র : স্থিতিশীল জনসংখ্যা ---> মোট জন্ম + অভিবাসন  = মোট মৃত্যু +প্রবাসন


এই ধরনের জনসংখ্যা বর্তমানে সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জাপান, নেদারল্যান্ড প্রভৃতি দেশে দেখা যায়।

প্রঃ জনসংখ্যার অভিক্ষেপ বলতে কি বোঝ ?


উত্তরঃ জনসংখ্যা তত্ত্ববিদদের মতে, পৃথিবীর জনসংখ্যা যে হারে দ্রুত গতিতে বেড়ে চলেছে, তাতে আগামী শতাব্দীর শুরুতে পৃথিবীর জনসংখ্যা যেখানে পৌছাবে, তাতে জনসংখ্যার বিস্ফোরন ঘটবে। জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ভবিষ্যতের সম্ভাব্য জনসংখ্যা সম্বন্ধে বিজ্ঞানীদের বিশেষ অভীক্ষা বা পূর্বাভাস দেওয়াকে জনসংখ্যার অভিক্ষেপ (Population Projection) বলে। বর্তমানহারে জনসংখ্যা বৃদ্ধি পেলে ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা ১০০০ কোটিতে দাঁড়াবে।

প্রঃ» পরনির্ভর জনসংখ্যা কাকে বলে ?


উত্তরঃ যে কোন দেশের নারী-পুরুষ সকলেই ০-১৪ বছর বয়সের জনসংখ্যাকে পরনির্ভর জনসংখ্যা বা নির্ভরশীলতার বোঝা বলে। কারণ, এই বয়সের শিশু ও কিশোররা জীবন ধারণের জন্য অপরদের শ্রম ও উপার্জনের ওপর নির্ভরশীল। উন্নয়শীল দেশে এটি বেশি দেখা যায়। ফলে আর্থিক ও সামাজিক
উন্নতি ব্যহত হয়। যেমন- ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান প্রভৃতি।

প্রঃ» জনসংখ্যা পিরামিড বা বয়সভিত্তিক নারী-পুরুষ অনুপাত সূচক পিরামিড (Age Sex Pyramid) কাকে বলে ?


উত্তরঃ যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স নারী-পুরুষের জন্ম-মৃত্যুর আয়তন ও গঠনবিন্যাস প্রকাশ করা যায় তাকে জনসংখ্যা পিরামিড (Population Pyramid) বা বয়সভিত্তিক নারী-পুরুষ অনুপাত সূচক পিরামিড (Age Sex Pyramid) বলে। এই পিরামিডে কম বয়স থেকে বয়স্ক জনসংখ্যাকে নীচ থেকে ওপর পর্যন্ত অর্থনৈতিক কাঠামো পিছিয়ে পড়ে এবং দারিদ্রতা, অশিক্ষা, ক্ষুধা, রোগ, হিংসা প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশে দেখা যায়।

প্রঃ» জনস্বল্পতা বা জনবিরলতা (Under Population) কি ?


উত্তরঃ কোনো দেশের মোট জনসংখ্যার যদি কাম্য জনসংখ্যার চেয়ে কম হয় অর্থাৎ প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে, তাকে জনবিরলতা বা স্বল্প জনসংখ্যা (Under Population) বলে । এর ফলে জীবনযাপনের মান নিম্ন হয়। তবে দেশের লোক শিক্ষিত ও পরিশ্রমী হলে এই সমস্যা
কাটিয়ে ওঠা যায়। যেমন - কানাডা, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে জনবিরলতা অবস্থা দেখা যায়।

প্রঃ» জনসংখ্যা বৃদ্ধির হার (Growth Rate - GR) কি ?


উত্তরঃ কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে প্রতি ১০০০ জন সংখ্যায় যত জন
মানুষের সংখ্যা বাড়ে, তাকে মানব জনসংখ্যা বৃদ্ধির হার বলে।


জনসংখ্যা বৃদ্ধির হার (GR) =(জন্মহার - মৃত্যুহার) + অভিগমন/মোট জনসংখ্যা X ১০০০

প্রঃ» স্থূল জন্মহার (Crude Birth Rate - CBR) কাকে বলে ? 


উত্তরঃ প্রতি ১০০০ জন জনসংখ্যা পিছু প্রতি বছর যত জন জীবন্ত শিশুর জন্ম
হয়, তাকে স্থূল জন্মহার বলে।


সূত্র : স্থূলজন্মহার (CBR) = এক বছরে জীবন্ত শিশুর সংখ্যা / বছরের মধ্যবর্তী সময় মোট জনসংখ্যা X ১০০০

প্রঃ» জনবিস্ফোরন (Population Explosion) কাকে বলে ?


উত্তরঃ সাম্প্রতিককালে বিশ্বের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির আকস্মিক ঘটনাকে জনবিস্ফোরন বলে। বর্তমান যুগে বিজ্ঞানের অগ্রগতি, অর্থনৈতিক উন্নতি এবং অন্যান্য সামাজিক কারণে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এই হারে বাড়তে থাকলে আগামী ২০২৫ খ্রীষ্টাব্দে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৫০ কোটিতে দাঁড়াবে। যেমন চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে জন বিস্ফোরন দেখা যায়। বর্তমানে ভারতে মোট জনসংখ্যা প্রায় ১২১ কোটি।

প্রঃ» মানব সম্পদ কি ? (What is human Resource ? )


উত্তরঃ মানুষ তার কায়িক শ্রম ও গুনগত দিকগুলির সাহায্যে সম্পদ উৎপাদনকরে থাকে। এই সম্পদের  সাহায্যে সুরক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তাই শ্রম, কর্মদক্ষতা, জনসংখ্যা ও তার বিস্তার, জ্ঞান, কলাকৌশল, উদ্ভাবনীশক্তি প্রভৃতি মানুষের গুণাবলীকে মানব সম্পদ বলা হয়।

প্রঃ» জনঘনত্ব (Population density) কাকে বলে ? 


উত্তরঃ কোনো অঞ্চলের বা কোনো দেশের প্রতি বর্গকিমিতে যতজন লোক বসবাস করে তাকে জনঘনত্ব বলে। অর্থাৎ কোনো দেশের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট জমির পরিমান দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, তাকেই জনঘনত্ব বলা হয় ।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত 

ভারতের জনসংখ্যা কত

Previous Post Next Post